অফিসের মাসিক মিটিংয়ে অংশ নিতে বাড়ি থেকে সিএনজিযোগে মাধবপুর আসার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শাহজাহানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. নজরুল ইসলাম (৩৫)। ১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার (১০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
মো. নজরুল ইসলাম উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের কদর আলীর ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জগদীশপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পলাশ পাল জানান, ২৪ মে মাসিক সভায় অংশ নিতে মাধবপুর আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক এলাকায় একটি ট্রাক নজরুল ইসলামের সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাকে প্রথমে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বাদ মাগরিবে সুরমা মাজার মাঠে নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।