পিপলস লিজিংয়ে হাইকোর্টের নিয়োগ করা বোর্ড চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
বুধবার (১ জুন) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ২৮ জুন পি কে হালদার কাণ্ডে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য ১০ সদস্যর বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন হাইকোর্ট।