সিএনএম প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় ১২ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তারা হলেন- কোম্পানীগঞ্জের বাসিন্দা ইউসুফ নবী বাহাদুর, আবদুল আমিন, আলমগীর হোসেন, রাহাত, আজিজুল হক মানিক, ফয়সাল আলম টিটু, বিক্রম চন্দ ভৌমিক, সুজায়েত উল্যাহ সবুজ, দেলোয়ার হোসেন, মো. সেলিম, মাসুদুর রহমান, মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ওই ১২ জনকে এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেয় আদালত।
জানা গেছে, কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ১৫টি মামলা হয়েছে। এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পিবিআই নোয়াখালী পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ১২ জনকে গ্রেফতার দেখানোর আদালতে আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ববাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৭-৮ জন। ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির। ওই ঘটনায় ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতদের আসামি করে মামলা করেন মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টার। ওই রাতেই মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।