তাইওয়ান ইস্যুতে চীনকে ভয়াবহ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানে সফরের দ্বিতীয় দিন সোমবার তিনি বলেন, স্বশাসিত দ্বীপটির সুরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। চীন হামলা করে বসলে তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র।
বাইডেন আরও বলেন, ‘চীনের তাইওয়ানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তা যথাযথ হবে না… বরং এটি সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।’ বাইডেনের এমন মন্তব্যে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও তাইপের সবচেয়ে বড় অস্ত্রের জোগানদাতা যুক্তরাষ্ট্র। তবে এরই বিপরীতে ওয়াশিংটন তাইওয়ানকে এক চীনের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাইডেন হুমকি দিলেও হোয়াইট হাউস বলছে, তাদের চীন-তাইওয়ান নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।