আগামী ১৬ মে (সোমবার) থেকে আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। সপ্তাহে তিন দিন তিনি চেম্বার জজ আদালতে বসবেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাকে চেম্বার জজ হিসেবে মনোনীত করেছেন। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ঈদ ও সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটিতে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৫ মে (রোববার) সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হচ্ছে।