গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকা হতে ২৪১ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
মঙ্গলবার ( ৯মার্চ) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে সফিপুর এলাকা হতে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর থানাধীন বোরপুর স্কুলপাড়া এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে মাসুদ রানা(৪০) এবং একই জেলার সদর থানাধীন পুরান বগুড়া এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে রঞ্জু মিয়া(৩৮)।
র্যাব সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন আনসার একাডেমী ৩নং গেইট এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-১ এর সদস্যরা। ঢাকা মেট্রো ট- ১৪ ৪৬ ৩৭ ট্রাকে অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ মাসুদ রানা এবং রঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়। সেই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিকে জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহী ট্রাকে করে মাদক বহন করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাবে পক্ষ থেকে জানানো হয়।