মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
তাণ্ডব’র সেটে মনিরের মৃত্যু, শাকিবকে উদ্দেশ্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২ প্রতারণার মামলায় আসামী গ্রেফতার তিতাসে দল গোছাতে ব্যস্ত বিএনপি, আত্মগোপনে কোণঠাসা আ’লীগ ঢাবির সাবেক উপাচার্য, প্রক্টর ও আ.লীগের নেতাদের নামে মামলা হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন নয়: হাইকোর্টের রুল বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর অনশন আবরার হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে গ্রেফতার রিয়াজ-ফেরদৌস-চঞ্চলসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে মামলা, এজাহার থেকে যা জানা গেল

কাউন্সিলর পদে ব্রিটেনের প্রথম নেকাব পরিহিতা রাজনীতিবিদ

  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২, ৯.১০ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে

ব্রিটেনে আসন্ন কাউন্সিলর নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ফাজিলা প্যাটেল নামের নেকাব পরিহিতা একজন মুসলিম নারী। আগামী ৫ মে’র স্থানীয় সরকার নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন ব্রিটেনের প্রথম নেকাব পরিহিতা কাউন্সিলর সদস্য।

চার সন্তানের জননী ৩৬ বছর বয়সী ফাজিলা প্যাটেল নর্থ ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন এলাকায় বাস করেন। তিনি স্থানীয় ডারওয়েন কাউন্সিলের বাস্টওয়েল অ্যান্ড ডেইজিফিল্ড ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পক্ষে। যদিও ওই এলাকা লেবার পার্টি অধ্যুষিত তবুও জয়ের জন্য আশাবাদী ফাজিলা।

100%

এছাড়া ২০২১ সালের একটি রিপোর্টে দেখা যায়, ক্ষমতাসীন কনজারভেটিভ (টোরি পার্টি নামেও পরিচিত) পার্টির সদস্যদের মধ্যে মুসলিম বিদ্বেষ বড় ধরণের সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

কনজারভেটিভ পার্টির মধ্যে ইসলামোফোবিয়া বিরাজ করলেও কেন আপনি এই দল থেকে নির্বাচন করার চিন্তা করলেন এমন প্রশ্নের জবাবে ফাজিলা প্যাটেল বলেন, প্রথমত আমার স্বামী এই দলের কাউন্সিলর সদস্য। তাই এই দলকে আমি ভালবাসি। এছাড়া নেকাব পরিধান করে নির্বাচন করার মূল কারণ হচ্ছে আমার দল এবং এলাকাসহ সারা দেশের মানুষের ভুল ধারনা আমি পরিবর্তন করতে চাই। পোশাকের কারণে নারীরা যে পিছিয়ে আছে, এই বাঁধ আমি ভেঙ্গে দিতে চাই। অন্যান্য নারীদের আমি অনুপ্রেরণা দিতে চাই। নিজেদের উন্নয়নে কাউন্সিলর নির্বাচনে আত্মবিশ্বাস নিয়ে নারীদের দাঁড়ানোর সাহস দিতে চাই আমি।

আগামী ৫ মের নির্বাচনে ফাজিলা প্যাটেল নির্বাচিত হলে তিনি হবেন ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির এবং ব্রিটেনের প্রথম নেকাব পরিহিত কাউন্সিলর।

ফাজিলা প্যাটেলের স্বামী আলতাফ প্যাটেলও একজন কনজারভেটিভ পার্টির কাউন্সিলর। আলতাফ প্যাটেল টাইগার প্যাটেল নামেও পরিচিত। তাকে ‘ব্ল্যাকবার্নের বোজো’ নামে অভিহিত করেন স্থানীয় কনজারভেটিভ পার্টির সমর্থক ও সদস্যরা। কনজারভেটিভ পার্টির বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন নিজ দলে ও ঘনিষ্ঠজনদের কাছে বোজো (বরিসের বো এবং জনসনের জো) নামে পরিচিত। টাইগার প্যাটেল মনে করেন, বোজো যেমন কনজারভেটিভ পার্টিতে জনপ্রিয়, তেমনি তিনিও ব্ল্যাকবার্নে জনপ্রিয়। তিনি ২০২১ সালে লেবার পার্টির ঘাটি হিসেবে পরিচিত স্থানীয় অডলে অ্যান্ড কুইন্স পার্ক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com