বাংলাবাজার-শিমুলিয়া রুটে দিন-রাত ২৪ ঘণ্টা ছয়টি ফেরি চলাচল করবে। বুধবার (২৭ এপ্রিল) থেকে এ নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করলেও বৃহস্পতিবার সকাল থেকে চলাচল করছে নয়টি ফেরি।
জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ছয়টি ফেরি এবং মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে চারটিসহ উভয় রুটে ঈদের আগে ও পরে ১০টি ফেরি চলবে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়াসহ মোট ছয়টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া রুটে ২৪ ঘণ্টা চলাচল করবে।