বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ১২.৩১ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে
ধর্ম অবমাননার অভিযোগ তুলে শ্রীলঙ্কার এক নাগরিককে হত্যার দায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার একই মামলায় অভিযুক্ত ৮৮ জনের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য আসামিদের দুই থেকে পাঁচ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডিসেম্বরে পাকিস্তানের শিয়ালকোট শহরে কারখানা ব্যবস্থাপক ৪৮ বছরের প্রিয়ানথা দিয়াওয়াদানাগেকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস ওই হামলায় শতাধিক মানুষ অংশ নেয়। ওই ঘটনা গোটা পাকিস্তানে আলোড়ন তোলে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান একে ‘লজ্জাজনক দিন’ বলে আখ্যা দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হত্যার দিনের ভিডিওতে দেখা যায়, উন্মত্ত জনতা দিয়াওয়াদানাগেকে তার কর্মস্থল থেকে টেনেহিঁচড়ে বের করে এনে পিটিয়ে মেরে ফেলে। তারা মরদেহ পুড়িয়ে দেয়, ভিড়ের মধ্যে অনেককেই পুড়ে যাওয়া মরদেহের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, প্রিয়ানথা দিয়াওয়াদানাগে মহানবী (স.) নাম সংবলিত পোস্টার ছিঁড়ে ফেলেছেন- এমন গুজব ছড়িয়ে পড়া থেকে মূলত সহিংসতার শুরু হয়েছিল। যে সহকর্মীরা দিয়াওয়াদানাগে রক্ষা করতে গিয়েছিলেন, তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, প্রিয়ানথা সেখান থেকে পোস্টারগুলো শুধু সরিয়ে নিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com