মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলাধীন শিবচরে বংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দেড় সহস্রাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেছে।
বুধবার (৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগ এর নেতৃত্বে ইউনিয়নের কমপক্ষে দেড় হাজার বিএনপির কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের বর্ধিত ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা আওয়ামীলীগে যোগ দেন।
আওয়ামীলীগে যোগদানকৃত কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগ বলেন,’আদর্শগত দিক বিবেচনা করে শিবচরের উন্নয়নের রূপকার নূর ই আলম চৌধুরীর সাথে থেকে আজীবন আওয়ামীলীগ করে যাবো।’