বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর নির্মাণাধীন ঘরের ২৬টি পিলার এবং ১টি ঘরের দেয়াল ভেঙে ফেলার মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ মার্চ) বিকাল ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো: ওই উপজেলার চাখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য দীপু দত্ত, প্রকল্পের ঠিকাদার রাম প্রসাদ মন্ডল, লেবার সর্দার ইমরান সিকদার, মো সাদিক শেখ এবং মিশকাত মোল্লা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরালে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ১০০ ঘর নির্মাণ করছে সরকার। গত ২১ ফেব্রুয়ারি রাতে ওই নির্মাণাধীন ঘরের ২৬টি পিলার ও একটি ঘরের দেয়াল ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন চাখার ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা বাদশা মিয়া ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার বিকালে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।