1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভারতে ছয়দিনে ৫ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৪.২২ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

ভারতে প্রতিদিনই হু হু করে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। রোববার (২৭ মার্চ) ফের ৫০ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। একইসঙ্গে ডিজেলের দামও লিটার প্রতি ৫৫ পয়সা বেড়েছে। এই নিয়ে গত ছয়দিনে দেশটিতে পঞ্চমবার দাম বাড়ল জ্বালানি তেলের।

সব মিলিয়ে গত এক সপ্তাহের মধ্যেই পেট্রোল-ডিজেলের দাম ৩ টাকা ৭০ থেকে ৭৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ৫৩ পয়সা। এছাড়া সিটি অব জয় খ্যাত এই শহরে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩ টাকা ৫৭ পয়সা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫২ ও ৫৫ পয়সা।

এছাড়া মহরাষ্ট্রের মুম্বাইয়ে আরও ব্যয়বহুল হয়েছে পেট্রোল। ভারতের এই বাণিজ্যনগরীতে ১১৩ দশমিক ৮৮ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রোল। এক লিটার ডিজেল কিনতে খরচ হচ্ছে ৯৮ দশমিক ১৩ টাকা।

এর অগে গত বছর ২ নভেম্বর শেষবার ভারতজুড়ে বেড়েছিল জ্বালানি তেলের মূল্য। এরপর লাগাতার বিক্ষোভ, প্রতিবাদের জেরে কেন্দ্রীয় সরকার জ্বালানি তেলের মূল্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। এতে সাময়িক স্বস্তি ফিরে এলেও পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই নতুন করে বাড়তে শুরু করে পেট্রোপণ্যের দাম। এই নিয়ে চলতি সপ্তাহে পাঁচবার বাড়ল পেট্রোলের দাম।

অবশ্য শুধু পেট্রোপণ্য নয়, পাল্লা দিয়ে বেড়েছে এলপিজির দামও। ইতোমধ্যেই সিলিন্ডার প্রতি একলাফে ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম। শনিবার ভারতে একলাফে বেড়েছে ৮০০টি অতি প্রয়োজনীয় ওষুধের দামও।

মনে করা হচ্ছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে রয়েছে।

এদিকে কংগ্রেসসহ ভারতের একাধিক বিরোধী দল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের দাবি, ক্রমাগত পেট্রোল-ডিজেল ও রান্নার গ্য়াসের দাম বাড়ার কারণে মানুষের ওপরে চাপ বাড়ছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে তিনদিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com