মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

রূপপুর প্রকল্পে কাজাখস্তান নাগরিককে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১১.৪২ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বেলারুশের তিন নাগরিককে আটক করা হয়েছে। 

শনিবার (২৬ মার্চ) রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাটে গ্রিনসিটি প্রকল্পের ৬ নং ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত ভ্লাদিমির শভেট (৫২) প্রকল্পের নিকিম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন। আহত তাজাকিস্তানের আরেক নাগরিকের অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার সকালে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাসুদ আলম। তিনি জানান, আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে কাজাখস্তান নাগরিক ভ্লাদিমিরর দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যার পর গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে ছুরিকাঘাতে তিনি মারা যান। আহত হন আরেকজন।

তিনি আরও বলেন, রাতে গ্রিনসিটি থেকে ভ্লাদিমিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্লাদিমির শভেটের পিঠে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে উভয়ের মধ্যে মারামারির কারণে সে নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই বেলারুশের নাগরিক। ‌জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার মূল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com