সিএনএমঃ
পদত্যাগের ঘোষণা দিলেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সংবাদ সম্মেলনে করে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। ফলে দায়িত্ব নেওয়ার মাত্র আড়াই বছরেই বিদায় নিতে যাচ্ছে এ কমিশন।
বিগত সংসদ নির্বাচনের পর থেকে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল।
এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারের পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার।
এ সময় বর্তমান নির্বাচন কমিশন বিলোপ করে নতুন কমিশন গঠনেরও দাবি ওঠে। এ নিয়ে কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় এলো এই সিদ্ধান্ত।