জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার বলেছেন, একটু চাল-ডাল-তেলের জন্য আজ মা-বোনেরা ট্রাকের পেছনে ছোটাছুটি করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে। এতে প্রমাণিত হয় মানুষের ক্রয়-ক্ষমতা বলে কিছু নেই।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে জাতীর সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে দেশের মানুষ ভালো থাকতে পারে না। আমরা যুদ্ধের মধ্যদিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেখানে যে চেতনার কথা বলা ছিল, ৫১ বছরেও আমরা সেই চেতনার বাংলাদেশ গড়তে পারিনি। বার বার সেই চেতনাকে লঙ্ঘন করে ক্ষমতাসীনরা ক্ষমতা আকড়ে রেখেছে।
তিনি বলেন, আজ সারাদেশ দুর্ভিক্ষের করাল গ্রাসের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এদেশের মানুষের ভোটের অধিকারও এখন লুণ্ঠিত। সব কিছুকে, রাষ্ট্রকে শেষ সীমানায় এনে দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন হলো- দেশের অস্তিত্ব কোথায়? আমরা শঙ্কিত, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে পারব কি না।
এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।