ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের মূলহোতা গোলাম মোস্তফাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া এনআইডি, ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের অন্যতম হোতা গোলাম মোস্তফাসহ ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও এগুলো তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি জানান।