খুলনায় জঙ্গি সন্দেহে ১০ জনকে আটক করেছে র্যাব। তাদের র্যাব-৬ কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) গভীর রাতে খালিশপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে র্যাব কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাব-৬-এর (মুখপাত্র) অতিরিক্ত পুলিশ সুপার মো. বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর খালিশপুর বিআইডিসি রোডের কাশিপুর এলাকার আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালান। এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মোট ১০ জনকে আটক করা হয়। এ ছাড়া বাড়ির মালিককেও আটক করা হয়েছে। অভিযান শেষে তাদের র্যাব কার্যালয়ে আনা হয়েছে।