দশকের পর দশক ধরে চলে আসা ভারত-অধিকৃত জম্মু-কাশ্মির সংকটের যথাযথ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানোর পাশাপাশি যেকোনও ধরনের একতরফা পদক্ষেপের বিরোধিতা করেছেন তিনি।
ইমরান খানের চারদিনের চীন সফরের শেষ দিনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপেক) ধীরগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পাকিস্তানে চলমান চীনের বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা কর্মীদের ওপর বারবার হামলার ঘটনায় বেইজিংয়ের ক্রমবর্ধমান উদ্বেগের কথা ইমরান খানকে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শি জিনপিং বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ে চীনের দৃঢ় সমর্থন রয়েছে। তিনি বলেন, সিপেকের উন্নয়ন এবং প্রধান প্রধান প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিতে পাকিস্তানের হাতে হাত রেখে এগিয়ে যেতে চায় চীন।
ইমরান খানের সফরের শেষে দুই দেশের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়াই সব পক্ষের সাধারণ স্বার্থ বলে উভয় দেশ তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে যোগ দিতে ইমরান খানের চার দিনের চীন সফর রোববার শেষ হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে এবং সব ধরনের উল্লেখযোগ্য সংকটের সমাধানে সংলাপ ও প্রস্তাবনার ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের সরকার প্রধান। বৈঠকে ইমরান খান জম্মু-কাশ্মিরের বর্তমান পরিস্থিতি, এই অঞ্চল ঘিরে পাকিস্তানের উদ্বেগ, অবস্থান সম্পর্কেও চীনের প্রেসিডেন্টকে অবগত করেন।
এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, কাশ্মির সংকট ইতিহাসের এক অমীমাংসিত বিষয়। জাতিসংঘের সনদ মেনে এই সংকটের সঠিক এবং শান্তিপূর্ণ সমাধান করা উচিত। কাশ্মির পরিস্থিতি জটিল করে তুলতে পারে এমন যেকোনও একতরফা পদক্ষেপের বিরোধী চীন।