সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ৭০ লাখ টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতাররা হলেন- মো. সাকিল (২৬), নুরুল আলম ওরফে সুমন (৩৩) ও মো. আবুল হোসেন (৩১)।
শুক্রবার (৪ জুন) রাতে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট থানাধীন চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, চক্রের কিছু সদস্য প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্র্যাচ কার্ড) নিয়ে রাজধানীর নিউ মার্কেট থানাধীন মিরপুর রোড দিয়ে গাবতলী হয়ে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল চেকপোস্ট বসিয়ে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে থেকে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করে।
গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ইন্টারন্যাশনাল কলিং কার্ড বিভিন্ন দেশে পাচার করে আসছিল।
তারা উদ্ধার করা ইন্টারন্যাশনাল কলিং কার্ডের (স্ক্র্যাচ কার্ড) কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই ও চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।