সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর থানাধীন গোলাপবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ ১টি ট্রাক জব্দ করেছে র্যাব। এ ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৮ মে) সাড়ে ১১টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোলাপবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ৬টি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মো. নুর আলম (২৮), মো. ফজল করিম (৪৬), নুরুন্নবী ইসলাম (৩৯) ও মনির হোসাইন (৩০)।
শনিবার (৮ মে) বিকেলে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, ট্রাকে অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচারের খবর পেয়ে র্যাব-১০ এর একটি দল চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে একটি তেলবাহী ট্রাক আসার পর চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকের ভেতরে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।