সিএনএম প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামে আজিজুর রহমান খান (৩৫) হত্যা মামলার আসামি মো. কাউছার পাঠানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (৫ মে) রাতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন রাতে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
নিহত আজিজুর রহমান কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামের মৃত আবুল হাশেম খানের ছেলে। গ্রেপ্তারকৃত মো. কাউছার পাঠানকে (২৮) একই উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপড়া গ্রামের করিম পাঠানের ছেলে।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামিরা হলেন, উপজেলার মোক্তাপুর ইউনিয়নের ডেমরা গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩২), একই উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিবাগ গ্রামের মতিউর মিয়ার ছেলে হাদিস মিয়া (৩০) ও কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া (নয়াবাড়ী) গ্রামের মৃত হাশেম আহমেদের ছেলে কাজী নওশের আহমেদ (৪৩)।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, গত ১৩ এপ্রিল বেলা ১১টায় উপজেলার রয়েন গ্রামে প্রতিবেশীর এক ছাগল আজিজুর রহমানের চাষ করা সবজি ক্ষেত থেকে কিছু সবজি খেয়ে ফেলে। এ সময় আজিজুর দা নিয়ে ধাওয়া করলে ছাগলটি আহত হয়। ছাগলটিকে ওইদিন রাতেই জবাই করে বন্ধুদের নিয়ে খেয়ে ফেলেন আজিজুর। পরের দিন ১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায় এ ঘটনার জেরে বাড়ি থেকে বের হলে গ্রেপ্তারকৃত কাউছারসহ অন্যরা আজিজুরকে পিটিয়ে গুরুতর জখম করে।
রক্তাক্ত জখম অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এই ঘটনায় ১৫ এপ্রিল সকালে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে ৬ জনের নামে ও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।