সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর আদাবর থানা এলাকা থেকে ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
সোমবার (৪ মে) রাতে আদাবর থানার শেখেরটেক প্রবাল হাউজিং রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নুরুল ইসলাম ওরফে রিগান (৩৩), জামাল হোসেন (৩৬), জাবের হোসেন নিলয় (১৮), আলী হোসেন তন্ময় (২১) এবং রাজীব সূত্রধর (২৫)। এসময় তাদের হেফাজত থেকে ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধ ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদাবর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানিয়েছে পুলিশ।