রংপুর প্রতিনিধিঃ
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেছেন, ‘বিনা পরীক্ষায় যেমন অটোপাশ দেয়া হচ্ছে, ঠিক তেমনই বিনা পরীক্ষায় ক্ষমতায় যেতে চায় সব দিক দিয়ে ব্যর্থ এই সরকার। আমরা বিনা পরীক্ষায় সংসদে যেতে চাই না, সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তন করতে চাই।’
রোববার বিকেল ৩টার দিকে রংপুরের পল্লী নিবাসে মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব আরো বলেন, ‘আমরা সব জায়গায় প্রার্থী দিচ্ছি। কিন্তু আমার ভোট আমি দিবো ওই নিশ্চয়তা নির্বাচন কমিশন দিতে পারছে না।’
তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতা ও সীমাবদ্ধতার বিপক্ষে আমাদের অবস্থান। জাতীয় পার্টি গণমানুষের কথা বলছে এবং বলবে। দেশে বর্তমানে ৪২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। দেড়কোটি মানুষ করোনার কারণে চাকরি হারিয়েছে। তাদের জন্য কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান এক বছর থেকে বন্ধ, খুলতে পারছে না এটি সরকারের ব্যর্থতা। এইসব ব্যর্থতার বিপরীতে দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’
প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক আসিফ শাহরিয়ারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।