সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় সাজেদা বেগম সাজু (১৮) নামে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী মাছ ব্যবসায়ী টিটু তালুকদারকে মিরপুর থেকে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা।
বুধবার (২১ এপ্রিল) ভোর থেকে পালিয়ে ছিল স্বামী টিটু। স্বজনরা খবর পেয়ে তাকে মিরপুরের পাইকপাড়া থেকে আটক করে দুপুর দেড়টায় পুলিশে সোপর্দ করে।জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ টিটুর আপন দুই ভাই জাকের ও মেকার এবং বোন জামাই মাসুদকে আটক করে।
নিহতের দাদা আব্দুল বলেন, মিরপুর পাইকপাড়ায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে টিটু। পরে ওই আত্মীয় ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। দুপুরে আমি ও আমার আরেক ভাই নজরুল মিরপুর থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করি।
টিটু জানায়, সে বালিশ চাপা এবং গলা টিপে হত্যা করে সাজুকে।
নিহতের বড় ভাই ফরহাদ বলেন, এক বছর আগে টিটুর সঙ্গে সাজেদার বিয়ে হয়। তখন থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া হতো। ৫ লাখ টাকা যৌতুক দাবি করলে সুদের ওপর টাকা নিয়ে টিটুকে ৫০ হাজার টাকা দিয়েছি। তারপরও আমার বোনের সঙ্গে ঝগড়া-বিবাদ করত টিটু। তারা আমাদের পাশের বাসায়ই থাকত এবং আমাদের বাসায় খেত।
তিনি আরও বলেন, আমার মামাতো বোন মাঝ রাতে সেহরির জন্য তাদের ডাকতে গেলে দেখে আমার বোনের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। পরে সে চিৎকার দিয়ে সবাইকে ডাক দেয়। আমরা এসে দেখি সাজুর নিথর দেহ বিছানায় পড়ে আছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, তাকে বালিশচাপা দিয়ে হত্যা করে স্বামী টিটু পালিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।