নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় লকডাউনের দ্বিতীয় দিনে ১৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) র্যাব-৩ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি বীনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক চালানের গোপন সংবাদ পেয়ে বন্দর থানা এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। পরে একটি গাড়ি তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মনজুর আলম নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
মনজুর আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ওই ইয়াবাগুলো কক্সবাজার থেকে আনা হচ্ছিল। এসব ইয়াবা ভুলতা ও গাউছিয়া এলাকায় সরবরাহ করা হতো।
মনজুর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।