শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মসজিদের ইমামের মৃত্যু নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান গাজীপুর পুলিশের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৯.১২ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

গাজীপুরের পূবাইল থানার হায়দ্রাবাদের আখলাদুল মসজিদের ইমাম রইস উদ্দিনের হত্যাকাণ্ডের মৃত্যু নিয়ে পুলিশের প্রতি নানা মহলের নানা অভিযোগ আনা প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার এম এন নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইমাম সাহেবের মৃত্যুর ঘটনা নিয়ে অস্থিতিশীলতা, অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে একটি মহল। অপপ্রচার গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে, যা স্বাভাবিক আইনী বিচারের প্রতি অযাচিত হস্তক্ষেপ। মসজিদ ইমামের মৃত্যু নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা।

বৃহস্পতিবার গাজীপুর মহানগর দক্ষিণ পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার এম এন নাসির উদ্দিনের কার্যালয়ের টঙ্গী পূর্ব থানা কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য যে, গত ২৭ এপ্রিল পূবাইল থানার হায়দ্রাবাদ ব্রীজ সংলগ্ন আখলাদুল মসজিদের ইমাম রইস উদ্দিনের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ এনে প্রচণ্ড মারধর করা হয়।

ডেপুটি পুলিশ কমিশনার এম এন নাসির উদ্দিন আরো বলেন, ইমাম সাহেবকে মারধর থেকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। ইমামকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে ইমাম রইস উদ্দিনকে গাজীপুর তাজউদ্দীন হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। ইমাম রইস উদ্দিনের মৃত্যু নিয়ে জনগণকে বিভ্রান্ত করে এমন কর্মকাণ্ড ও কর্মসূচি দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় লাশ নিয়ে থানা ঘেরাও, উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে একটি মহল, যা নানা গুজবে প্রচার হচ্ছে। ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনা ও পরিস্থিতি দেশবাসীর কাছে পরিস্কার করতে পুলিশের এই সংবাদ সম্মেলন বলে জানান এই ডেপুটি পুলিশ কমিশনার এম এন নাসির উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com