শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

১০ জন নিয়ে আ.লীগের ঝটিকা মিছিল: পুলিশের জালে ৬

  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৩.৪৬ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

সিএনএম (সাভার)

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের ১০ জনের ঝটিকা মিছিলের তিনদিন পর ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার চিলগাছি গ্রামের ইব্রাহিম (১৮), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের সেলিম খানের ছেলে মো. নাজমুল খান (১৮), আশুলিয়া ভাদাইল পূর্ব পাড়া এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম(১৮), আশুলিয়ার ভাদাইলের প্রবলেমটাকে এলাকার মানে হুসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), আশুলিয়ার ভাদাইলের পবনারটেক উত্তপাড়া এলাকার মো. মানিক হোসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পুলর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন রনি (১৮) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮)। তারা সবাই ভাদাইল এলাকা ভাড়া থাকতেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার ২৬ (এপ্রিল) নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০ জন ব্যক্তি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের করেন। গত ২৭ এপ্রিল (রবিবার) মিছিলের ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ঝটিকা মিছিলের সামনে মোবাইল ফোন দিয়ে ভিডিও করছেন। আওয়ামী লীগের ব্যানার চারজন ধরে স্লোগান দিচ্ছিলেন, তাদের পেছনে আরও চারজনকে দেখতে পাওয়া যায়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে সড়কে মিছিল করে কয়েকজন ব্যক্তি। পরে তাদের চিহ্নিত করে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বাংলানিউজকে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com