সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীর শান্তিনগরে পীর সাহেবের গলিতে ডাকাতি করার সময় জনতার হাতে আটক ৪ জন।
আটজকৃতরা হলেন ১) মাহিদুর জামান মোহন (ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য), ২) মাসুদ ( রমনা থানা ১৯ নং ওয়ার্ড যুবদল), ৩) নুর আলম (যুগ্ম আহবায়ক, ১৯ নং ওয়ার্ড যুবদল), ৪) আল মাহমুদ রাজ
খোঁজ নিয়ে জানা যায় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও রবিউল ইসলাম নয়নের বিশ্বস্ত ও একান্ত ব্যক্তিগত লোক।
রবিবার ( ১৬ মার্চ) দিবাগত রাত ১ঃ৩০ মিঃ শান্তিনগরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়। মতিঝিল থানা যুবদলের মাদক ব্যবসায়ী রাজ সহ ১০-১২ জনের মতো নয়নের ক্যাডার বাহিনীরা।
এসময় সাধারণ জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাদের কাছে পিস্তল সহ দেশীয় অস্ত্র ছিল বলে জানা যায়। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পল্টন থানা পুলিশ।
স্থানীয়রা বলেন তাদের সাথে আরো কারা কারা জড়িত সকল তথ্য বেরিয়ে আসবে।