সিএনএমঃ
রাজধানীর লালবাগের নবাবগঞ্জ মসজিদ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত মুরগি ব্যবসায়ী হুসাইন শুভ (৩৫) মারা গেছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন হুসাইন শুভ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
নিহত ব্যবসায়ীর ভাই শাহাদাত হোসেন বলেন, নবাবগঞ্জে মুরগির ব্যবসা করতেন শুভ। ওই রাতে বাসায় ফেরার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। আজ সকালে সেখানে তিনি মারা যান।তাদের বাসা লালবাগ নবাবগঞ্জের ৬০ নম্বর ডুরি আঙ্গুর লেন এলাকায়। তারা চার ভাইবোন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।