সিএনএম প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার (৭ এপ্রিল)সকালে উপজেলার মকরধ্বজপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কয়েকজন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫১/১এ-এর কাছে অভিযান চালায় তারা।
এসময় পাঁচজন নারী ও পাঁচজন পুরুষকে আটক করা হয়। তাদের বাড়ি ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, যশোর জেলার বিভিন্ন গ্রামে।
মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিদের দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।