**মৃত্যু চিরন্তন সত্য**
কালের আবর্তে সময়ের বিবর্তে
একদিন হারিয়ে যাবে সব,
ঝাপসা হবে স্মৃতির পাতা
থামবে জীবনের কলরব।
মরণের হয়না আগাম জানান
সব অছিলার মায়া জাল,
সময়ের আগে মৃত্যু হবে না
সত্য সময়ের মহাকাল।
জীবন যেখানে থেমে যায়
সূর্য যখন অস্তাচল,
বন্ধ হয়ে আসে নিশ্বাস
আসে জীবনের শেষ কল।
রূপের পূজা কিছু দিনের
ধর্মের পূজা আজীবন,
কেউ জানিনা কখন আসে
তোমার আমার শেষ সমন।
ফেরত টিকিট সাথে নিয়ে
মানুষ আসে ভবে,
কেউ জানে না কেউ বোঝেনা
ফেরত যাবে কবে।
বাঁচার জন্য শত চেষ্টা
দেশ থেকে যায় দেশান্তর,
সময় হলে মৃত্যু হবেই
এরপর নাই তারপর।
প্রকৃতির নির্মম ভাঙ্গা গড়ায়
বেঁচে আছি আজ তবু,
জীবন হারে সময়ের কাছে
মৃত্যু হারে না কভু।