ফেরারী সুখের হাতছানি
জাহাঙ্গীর বারী
একা একা কেটে যায় কত যে দিন,
দিন গুলো হয় ধূসর, হয় না রঙিন।
না বলা কত কথা রয়ে যায় অগোচরে,
অন্তরটা কুরে খায় ভিতরের ঝড়ে।
কত কথাই হয় না বলা,
বুঝে নি মন মানুষের ছলাকলা।
নিঃসঙ্গ নাবিক খুঁজে পাই না দ্বীপ,
নিভে যায় আমার আশার প্রদীপ।
অভিযোগ নেই আমার কোনো কিছু,
সবাই ছুটছে স্বীয় স্বীয় স্বার্থের পিছু।
সম্ভাষণের মেলায় কেহ নাহি ডাকে,
জীবন ছন্দ হারায় অবহেলার বাঁকে।
নেই কোনো সাড়া পড়ে থাকি নির্বাক,
দুঃখরা দিয়ে যায় হাঁক।
ফেরারী সুখের হাতছানিতে,
পড়ে আছি বুঝি এই ধরনীতে।
স্বপ্ন ডানার পালক যাচ্ছে খসে,
জীবনের ইচ্ছে গুলোও যায় ধসে।
স্বপ্ন গুলো হয় না সেই রকম,
স্বপ্ন গুলোর ফুরিয়ে আসছে বুঝি দম।
ভিতরের খবর রাখে শুধু অন্তর্যামী,
আমি তো এখন সবচেয়ে কম দামী।
খবর রাখার মতো কে আছে এমন জন,
সবাই খোঁজে সবার প্রয়োজন।