সায়েদাবাদ পানি শোধনাগারে প্রতি ইউনিট পরিশোধিত পানি সরবরাহের প্রকৃত খরচের হিসাব পর্যালোচনা ও নিরীক্ষণের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা।
বৃহস্পতিবার (১২ মে) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করেছেন ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর।
অফিস আদেশের কথা উল্লেখ করে সচিব শারমিন হক আমীর জানিয়েছেন, কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার পানি ও পয়ঃশোধনাগার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম মুরাদকে। পাশাপাশি কমিটির সদস্য সচিব করা হয়েছে সায়েদাবাদ পানি শোধনাগারের (ফেজ১) পরিচালক আবিদ হোসেনকে।
কমিটির বাকি ৩ সদস্যের মধ্যে রয়েছেন- সায়দাবাদ পানি শোধনাগার ফেজ ২ প্লান্ট ম্যানেজার মোবারক হোসেন, সায়েদাবাদ পানি শোধনাগারের উপ-বিভাগীয় প্রকৌশলী নওশাদ আলম এবং ঢাকা ওয়াসার ডেপুটি চীফ ফিন্যান্স অফিসার আনিসুর রহমান পাটোয়ারি।