রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত মোরসালিন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি একটি দোকানের কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হলো।
নিহতের ভাই নূর মোহাম্মদ জানান, আমার ভাই নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে একটি প্যান্টের দোকানের কর্মচারী ছিলেন। নিহত এক ছেলে ও এক মেয়ের জনক।
তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। মো. মানিক মিয়ার সন্তান। বর্তমানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় মাহবুবের বাড়িতে ভাড়া থাকতেন। নিহত দুই ভাই এক বোন। সে ছিল দ্বিতীয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলের আইসিইউতে মুরসালিন চিকিৎসাধীন অবস্থায় ৪ টা ৪০ মিনিটের সময় মারা যান। এই ঘটনায় আরো দুইজন চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন, মো. ইয়াসিন (১৮) ও মো. কানন চৌধুরী (২০) (শিক্ষার্থী)।
এর আগে এ সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ (১৮) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে মারা যান। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী এবং প্রায় অর্ধশত ব্যবসায়ী-কর্মচারী আহত হন।