ভারতের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং সরকার সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মোট ২২টি ইউটিউব চ্যানেলকে ‘ব্লক’ করে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ব্লক করা চ্যানেলগুলোর মধ্যে চারটি চ্যানেল পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হতো। বাকিগুলো ভারতীয়।
কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রথম ২০২১ সালের নতুন আইটি রুল-এর অধীনে বেশ কয়েকটি ভারতীয় ইউটিউব চ্যানেলকেও ব্লক করা হয়েছে।
শুধু ২২টি ইউটিউব চ্যানেলই নয়, তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি সংবাদের ওয়েবসাইটকেও ব্লক করা হয়েছে।
সরকারের পক্ষে অভিযোগ করা হয়েছে, এই ইউটিউব চ্যানেলগুলোতে এমনভাবে সংবাদ পরিবেশন করা হত যে, এক ঝলকে দেখে মনে হতে পারে, সেগুলো জনপ্রিয় কোনো ভারতীয় চ্যানেলের ইউটিউব সংস্করণ। আসলে সবগুলোই ভুয়া। এভাবেই অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতবিরোধী বিষয় ছড়িয়ে দেওয়ার কাজ চলছিল।
এই নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে একই অভিযোগে মোট ৭৮টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার।
সূত্র : আনন্দবাজার