সরকার গ্যাসের দাম বাড়াতে গণশুনানি করছে। গণশুনানিতে অংশগ্রহণকারীরা দাম না বাড়ানোর দাবি জানিয়েছে। অভিযোগ উঠেছে, গণশুনানির নামে সরকার প্রতারণা করছে। তাই গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণশুনানিতে জনগণের কথা রাখা হয় না। এর নামে জনগণকে ঠকানো হচ্ছে। গণশুনানিতে বাংলাদেশ অটোরিকশা হালকাযান শ্রমিক ফেডারেশন অংশ নিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেছে।
গ্যাসের দাম বাড়লে শিল্প কারখানার উৎপাদন খরচ বাড়বে। যার কারণে বাড়বে পণ্যের বিক্রয়মূল্যও। আমরা মনে করি, গ্যাসের বাড়তি দাম মানুষের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব ফেলবে। তখন সর্বত্রই জনগণকে অতিরিক্ত দাম শুনতে হবে। জনজীবনে দেখা দেবে বিশৃঙ্খলা। এতে সরকারের ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। লাভবান হবেন শুধুমাত্র মুনাফালোভী লুটেরা এক শ্রেণির ব্যবসায়ীরা।
তারা আরও বলেন, বর্তমানে একজন অটোরিকশা চালক গ্যাস ক্রয় বাবদ দৈনিক ৩০০ টাকা ব্যয় করেন। তবে সরকার যে হারে দাম বাড়ানোর পাঁয়তারা করছে, তাতে এই খরচ দাঁড়াবে ৬০০ টাকার ওপরে। গত ১০ বছরে গ্যাসের দাম ৭ বার বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধি গণমানুষকে শোষণ ছাড়া আর কিছুই নয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, কেন্দ্রীয় নেতা হাজী বাহাউদ্দিন নোবেল, জয়নাল আবদীন শান্ত, হুমায়ুন মজিব, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, মিরাজ খান, শেখ ফরহাদ হোসেন প্রমুখ।