বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলায় পশুর নদী থেকে চার হাজার লিটার চোরাই ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
রোববার (২০ মার্চ) সকালে ওমেরাগ্যাস জেটিসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ ডিজেল উদ্ধার করা হয় ও দুই চোরাকারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল গ্রামের মো. নুর আলম (৫৩) এবং খুলনা জেলার মো. আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার (৩১)।
কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি ড্রামে থাকা চার হাজার লিটার ডিজেল বোঝাই ট্রলার উদ্ধার করা হয়। এসময় ডিজেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা দিয়ে
উদ্ধার করা ডিজেলসহ আটক দু’জনকে পরে মোংলা থানায় হস্তান্তর করা হয়।