বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের দাবিগুলো খুব পরিষ্কার- খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। দেশনেত্রীকে মুক্তি দেওয়ার পরে এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে সরকারের মন্ত্রীরা বলেছে যে, এখানে নাকি কুঁড়ে ঘর শুধু কাব্যের মধ্যে, দারিদ্র্য না কি খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে। অথচ পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক পর্যায়ে যে সংস্থাগুলো আছে তাদের জরিপে বলছে যে, বাংলাদেশে দারিদ্র্যের পরিমাণ শতকরা ২% বেড়েছে।
বাংলাদেশে কাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম বলেন, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের। আওয়ামী লীগের একেবারে গ্রামের ইউনিটের নেতা থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত… তারা এখন দারিদ্র্য দেখতে পায় না। দুঃখ হয়, কষ্ট হয় যে, আমরা যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, পরবর্তীকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম ১৯৯০ সালে, আজ তাদের সমস্ত অর্জনগুলোকে এই দেশ এই জাতি হারিয়ে ফেলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান। বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, জহিরউদ্দিন স্বপন, শ্যামা ওবায়েদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।