জায়েদ খানের প্রধান আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিমের কাছে ১৮ বার ‘সরি’ বলে ক্ষমা চেয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। রোববার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের পরে চেম্বার আদালতের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেম্বার আদালত থেকে বের হয়ে নিপুণের সঙ্গে আসা একজন চলচ্চিত্র পরিচালক বলতে থাকেন, নিপুণ আজ থেকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন। তার এ কথা জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম শুনতে পান।
তখন আইনজীবী আহসানুল করিম তাকে বলেন, আদালতের আদেশের ভুল ব্যাখ্যা কেন করছেন? এ সময় আইনজীবীর সঙ্গে তর্কে জড়ান ওই পরিচালক। তখন আহসানুল করিম বলেন, স্টুপিড। আপনার এত সাহস। এ সময় নিপুণ বার বার জায়েদ খানের আইনজীবীর কাছে স্যরি বলে ক্ষমা চান। নিপুণ বারবার বলেন, মামলা তো আমার। আমি আপনাকে ‘সরি’ বলছি।
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত। পাশাপাশি এই চার সপ্তাহের মধ্যে নিপুণকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতে বলেন আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন। আগামী ৪ এপ্রিল আপিল বিভাগে এ বিষয়ে শুনানির দিনও ধার্য করেছেন আদালত। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপর প্রার্থী নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।