1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় ২০০৬ এর ব্যাচের ছাত্র ও এলাকাবাসীর মানববন্ধন অবৈধ ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশ উপদেষ্টা সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের সিএমএম আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের প্রত্যেকের সাতদিনের রিমান্ডে পাঠায়। এর আগে, ময়মনসিংহের ধোবাউড়া থেকে আটক করা হয় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আরও পড়ুন: জামিন পেলেন বিচারপতি মানিক পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে। এরপর গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কানাডায় সেক্টর কমান্ডার বীর উত্তম সি আর দত্তের মৃত্যুবার্ষিকী পালিত মানবাধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মাশরাফী বিন মোর্তুজাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার

১৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২, ৯.০৭ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। এ সময় ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

শনিবার ( ৫ মার্চ) চান্দগাঁও র‍্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে, চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার এক ব্যক্তি জুতার ব্যবসার আড়ালে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব বিষয়টির ওপরে ব্যাপক গোয়েন্দা নজরদারি চালায়। নজরদারির একপর্যায় র‌্যাব জানতে পারে ঘাট ফরহাদ বেগ এলাকায় এক জুতার ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার থেকে এনে বিক্রয়ের জন্য মজুদ রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। তার চট্টগ্রামের নুপুর মার্কেটে দিয়া সু স্টোর নামে একটি দোকানও আছে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার খাটের নিচের ট্রলি ব্যাগের ভেতর থেকে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, জাকির ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে কম মূল্যে কিনে বেশি মুনাফায় বিক্রির জন্য বাসায় রেখেছিলেন।

তিনি বলেন, অপর এক অভিযানে কক্সবাজারের উখিয়া এলাকার সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে দুই লাখ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদে র‍্যাব জানতে পারে, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাদক সিন্ডিকেটের মূল অভিযুক্ত তারেক তার বাড়ির আঙিনায় মাটির গর্তে ছাইচাপা দিয়ে বিশেষ কৌশলে প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে ইয়াবা লুকিয়ে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে উখিয়া এলাকার ওই বাড়ি থেকে প্রথমে তারেক নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙিনায় মাটির গর্তের ভেতরে রাখা প্লাস্টিকের বস্তা থেকে দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে হেলাল ও নুরুল আমিন নামে দুজনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, আসামিরা মিয়ানমার সীমান্তে ইয়াবা সম্রাট নামে পরিচিত। হেলাল-তারেক অপেক্ষাকৃত কম বয়সে ইয়াবার কারবারি করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন। তারা খুব সহজেই তাদেরকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে যুব সমাজ ও শিশু-কিশোরদের ইয়াবার কারবারে নিয়ে আসছে। ইয়াবা পাচারের জন্য তারা সবসময়ই শিশু-কিশোরদের ব্যবহার করতেন। হেলাল-তারেক মায়ানমার সীমান্তে ইয়াবা ট্যাবলেট পাচারের অন্যতম বড় সিন্ডিকেট ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের সিএমএম আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের প্রত্যেকের সাতদিনের রিমান্ডে পাঠায়। এর আগে, ময়মনসিংহের ধোবাউড়া থেকে আটক করা হয় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আরও পড়ুন: জামিন পেলেন বিচারপতি মানিক পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে। এরপর গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com