ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ মার্চ ) মধ্যরাতে ২১ পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আশরাফুল আল
নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম (মামুন), জয়দেব চন্দ্র দাস, আবুল বাশার ও রফিকুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কাউসার উদ্দিন ও কামরুল হাসান; সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান মনির; অর্থ সম্পাদক পদে ইউসুফ আলী; প্রচার সম্পাদক পদে গৌতম তরফদার; দপ্তর সম্পাদক পদে সাইফুল ইসলাম; ক্রীড়া সম্পাদক পদে ইসমাইল হোসেন; মহিলা সম্পাদক পদে তৌহিদা বেগম; সাংস্কৃতিক সম্পাদক পদে তোফাজ্জল হোসেন; স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন; সহ-প্রচার সম্পাদক পদে মাসুদুর রহমান খান এবং নির্বাহী সদস্য পদে ইউসুফ আলী, আমিনুল ইসলাম, অরুণ কুমার চৌধুরী ও মো. সেলিম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির নির্বাচনের ভোট কার্যক্রম শুরু হয় এবং সেটি চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৩৫০ ভোটের মধ্যে ৩১৯ ভোট পড়েছে। এ নির্বাচনে ২১টি পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।