বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ১৯৭ বোতল ফেনসিডিল, একটি বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, দু’টি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত থেকে এসব জব্দ করা হয়।
২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার ওবায়েদ-উল্যাহ জানান, পাচারকারীরা ভারত থেকে মাদক ও অস্ত্র এনে পুটখালি সীমান্তের একটি আম বাগানে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় বিজিবি। টের পেয়ে পাচারকারীরা আগেই মাদক ও অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৭ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়।