হাতের নাকালেই ছাত্রদের ন্যায্য মূল্যের দোকান
সিএনএম প্রতিনিধিঃ
বাংলাদেশের বাজার সিন্ডিকেট ও বাজার দর ঊর্ধ্বগতি হওয়ায় ছাত্ররা ভ্রাম্যমান দোকান বসিয়েছে এই দৃশ্যটি দেখা গেছে।
কেরানীগঞ্জের চুনকুটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায়। এই দোকানে ন্যায্য পাওয়া যাচ্ছে আলু-৪০ টাকা কেজি, পেয়াজ-৪৫ টাকা, ফুলকপি-১৫ টাকা পিছ এছাড়া অন্যান্য সবজির দরও বাজার থেকে অনেক কম দামেই তাদের এ দোকানে পাওয়া যাচ্ছে। তবে এভাবে যদি বাংলাদেশ ব্যাপী ন্যায্য মূল্যের বাজার বসে তাহলে সাধারণ মানুষের কেনা কাটা হাতের নাগালে চলে আসবে বাজার সিন্ডিকেট একেবারেই ভেঙ্গে পরবে।
হাতের নাকালেই ছাত্রদের ন্যায্য মূল্যের দোকান