রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে আট পর্যটক আহত হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের ১০কিলোনামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকবাহী ওই গাড়িটি সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি জেলায় ফিরছিল। পথিমধ্যে সাজেক ইউনিয়নের ১০কিলোনামক এলাকায় আসলে সেটি উল্টে যায়। এতে আট পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।