ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, প্যারিসের বৈঠকে মোমেন-জয়শঙ্কর দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিয়ে তারা কথা বলেন।
অন্যদিকে জয়শঙ্কর টুইটে লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। গত বছর আমাদের বন্ধুত্বের সেরা সময় ছিল। এ সেরা সময়কে চলতি বছর আরও উচ্চতর পর্যায়ে নেওয়া জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্যারিসে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিকের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।