আমলনামার বই প্রকাশ করেছে হুদা কমিশন। ৬০টি সূচিপত্র নিয়ে এ বই প্রকাশ করা হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিদায়ী সংবাদ সম্মেলনে ‘নির্বাচন কমিশন প্রতিবেদন’ শীর্ষক বইটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
কেএম নূরুল হুদা কমিশন দায়িত্ব নেওয়ার পর কী কী করেছে সে বিষয়গুলো বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে ইসির যুগ্মসচিব ও জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, বিদায়ী কমিশনের আমলে যেসব কাজ হয়েছে, সেগুলো বইটিতে লিপিবদ্ধ করা হয়েছে। বিদায়ী কমিশন ‘নির্বাচন কমিশন প্রতিবেদন’ (২০১৭-২০২২)- ২০৪ পৃষ্ঠার এই বইটি, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর নির্ভরযোগ্য বাংলা পাঠ, দ্যা রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২ এর বই আকারে প্রকাশ করা হয়েছে।
বিদায়ের দিন প্রকাশিত বইয়ে কেএম নূরুল হুদা কমিশনের সময়ের উল্লেখযোগ্য সূচিগুলো হচ্ছে-
১. নির্বাচন কমিশনের গঠন ও দায়িত্ব
২. নির্বাচন কমিশন পুনর্গঠন
৩. নির্বাচন কমিশনের শপথ
৪. সিইসি ও চার নির্বাচন কমিশনারের জীবনবৃত্তান্ত
৫. একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ
৬. নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং সক্ষমতা উন্নয়ন কমিটির কার্যক্রম
৭. সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন প্রস্তুতি এবং উপকার ভোগী পর্যায়ের আলোচনা বিষয়ক কমিটি
৮. আইন ও বিধিমালা সংস্কার কমিটি
৯. জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনা তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটি
১০. বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়
১১. সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ
১২. ভোটার তালিকা হালনাগাদ
১৩. রাজনৈতিক দল নিবন্ধন
১৪. প্রশিক্ষণ; আইন ও বিধিমালা সংশোধন
১৫. আইন ও বিধিমালা সংশোধন
১৬. নির্বাচন ২০১৭-২০২২
১৭. রাষ্ট্রপতি নির্বাচন ২০১৮
১৮. একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮
১৯. একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফিং
২০. জাতীয় সংসদের উপনির্বাচন
২১. ২০১৭-২০২২ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকারের সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচন
২২. করোনাকালে নির্বাচন
২৩. নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি
২৪. নির্বাচনে ইভিএম-এর ব্যবহার
২৫. জাতীয় পরিচয়পত্র ও তথ্যভাণ্ডার
২৬. প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন এবং স্মার্ট কার্ড দেওয়া
২৭. বিভিন্ন দেশের প্রতিনিধি দল ও কূটনৈতিকদের সঙ্গে সভা
২৮. তথ্য অধিকার বাস্তবায়ন
২৯. আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ, নির্বাচন পর্যবেক্ষণ ও প্রশিক্ষণে অংশগ্রহণ
৩০. বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ
৩১. বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন
৩২. আরপিও এবং জাতীয় সংসদের আইনসমূহের সীমানা নির্ধারণ আইন বাংলায় রূপান্তর ও নির্বাচন কমিশন সভাসহ আরও অনেক বিষয় রয়েছে বইটিতে।