নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটিতে জমা পড়া নামের তালিকা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রকাশের অনুরোধ জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গভবনে চিঠি পৌঁছে দেন পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান ও পার্টির দপ্তর সহকারী ফাহাদ বিন হাসান। রাষ্ট্রপতির সচিবালয় থেকে তার ব্যক্তিগত কর্মকর্তা চিঠিটি গ্রহণ করেন। পার্টির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতিকে দেওয়া ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সই করা চিঠিতে বলা হয়, অনুসন্ধান কমিটির দেওয়া নাম প্রকাশে আইনে কোনো বাধা নাই। তিনি প্রয়োজন মনে করলে নামগুলো যাচাই-বাছাই করার জন্য জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটিতে, যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলের নেতাসহ অন্য দলের সদস্যরা আছেন, সেখানে পাঠাতে পারেন। এর ফলে একদিকে যেমন জনগণ বিষয়টি অবহিত হতে পারবে, অন্যদিকে জাতীয় সংসদের সংশ্লিষ্টতাও হবে।
রাষ্ট্রপতির অভিজ্ঞতার ওপর পার্টির দৃঢ় আস্থা রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করছি তিনি যে নির্বাচন কমিশন গঠন করবেন তা জনগণের আস্থাভাজন হবে।