আরও তিন থেকে চারদিন দেশের তাপমাত্রা এরকমই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য জানান
তিনি বলেন, রংপুর ও রাজশাহী অঞ্চলের কয়েক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ আছে। মানে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে। এখন যেই আবহাওয়া আছে, সেটা আরও দুই থেকে তিনদিন এরকমই থাকবে। এরপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে।
তিনি আরও বলেন, এখন যেই শীত আছে সেটা আর বাড়বে না। আগামী ১৬ থেকে ১৭ তারিখের পর শীতের আমেজ কমে গরমের ভাব বাড়তে থাকবে।’