দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কিম্বার্লিতে ডাকাতের গুলিতে দুই বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় নিজ বাসায় ডাকাতের গুলিতে নিহত হন মীর হোসেন মিরাজ নামে এক বাংলাদেশি ব্যবসায়ী।
স্থানীয় বাংলাদেশিরা জানান, সোমবার রাত সাড়ে ১০টায় ব্যবসায়ী মীর হোসেন মিরাজের বাসায় হানা দেয় একদল ডাকাত। অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র এবং ব্যাংকের কার্ড নিয়ে যাওয়ার সময় তার বুকে ও মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মীর হোসেন মিরাজের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে।
মঙ্গলবার বিকেল ৫টায় বেননিতে স্থানীয় বাংলাদেশিদের উপস্থিতিতে মির হোসেন মিরাজের জানাজা অনুষ্ঠিত হয়। মরদেহ দেশ পাঠানো হবে বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা।
এদিকে দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত আরেক বাংলাদেশি ব্যবসায়ী সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিজ দোকানে ডাকাতের গুলিতে আহত হওয়ার পর সাইফুল দুই সপ্তাহ ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কিম্বার্লি প্রাদেশিক হাসপাতালে মারা যান তিনি। সাইফুল ইসলামের নোয়াখালী জেলায়।