পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, আমরা যদি অর্থ বরাদ্দ না পাই, তাহলে সুন্দরবনের বাঘের হিসাব কী করে রাখব। সেটা করতে অনেক টাকার প্রয়োজন আছে।
রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে পরিবেশ ক্লাব বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাঘ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করে উপমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের কেউ একজন বলেছেন, ‘পৃথিবীর যেসব দেশে বাঘ নাই, তারা কি বাঁচে না’। এখন আমাদের দেশের শিক্ষিত মানুষের এ অবস্থা, তাহলে স্বল্পশিক্ষিত মানুষ কী বলবে?
হাবিবুন নাহার বলেন, পরিবেশ রক্ষায় ইউরোপের সঙ্গে নিজেদের তুলনা করতে হলে আগে নিজেদের অভ্যাসগত পরিবর্তন আনা জরুরি। আমরা অবশ্যই নিজে দেশের পরিবেশ উন্নয়নে ইউরোপের দেশগুলোর সঙ্গে তুলনা করবো। কিন্তু, আগে তাদের মত পরিবেশ সচেতন হতে হবে।
পরিবেশ উপমন্ত্রী বলেন, পরিবেশ কেউ এককভাবে পরিবর্তন করতে পারবে না। ছোটবেলা থেকেই সবাইকে পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। তাই, শিশুর প্রাথমিক বিদ্যালয় থেকেই এ সচেতনতা সৃষ্টি করতে হবে।
পরিবেশ ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চিফ মেন্টর অধ্যাপক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের পরিচালক (ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট) এ.এস.এম জহির উদ্দিন আকন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড গবেষণা কর্মকর্তা গাজী মোহাম্মদ নাজমুল হোসেন প্রমুখ।